Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস এর চাল বিক্রি উদ্বোধন

০১ সেপ্টেম্বর, ২০২২ ১:৫২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ওএমএস এর চাল বিক্রি উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম-পিএফডিএস এর আওতায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় বা ওএমএস কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৭ হাজার ৬০০ পরিবার।

নিম্ন আয়ের জনগোষ্ঠীকে নায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান ও বাজারদর স্থিতিশীল রাখতে জেলাজুড়ে মোট ১৯টি কেন্দ্রে চাল বিক্রি করা হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভায় ৬টি, শিবগঞ্জে ৪টি নাচোলে ৩টি ও ভোলাহাটে ২টি কেন্দ্রে এসব চাল বিক্রি করা হবে। প্রতিটি কেন্দ্রে এক টনের বদলে দুই টন করে চাল বিক্রি করা হবে প্রতিদিন।

চাঁপাইনবাবগঞ্জে নিন্ম আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সম্প্রসারিত ওএমএস কার্যক্রম ও খাদ্য বান্ধব কর্মসূচির বিষয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে দুই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য প্রদান করেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, টিসিবি কার্ডধারী উপকারভোগীরাও প্রতিমাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল ওএমএস কেন্দ্র থেকে কিনতে পারবে। জেলায় প্রতিদিন ৭৬০০ পরিবার ও মাসে প্রায় ১ লাখ ৬৭ হাজার ২০০ জন দরিদ্র জনগোষ্ঠী এই কর্মসূচির আওতায় সরাসরি উপকৃত হবেন। ওএমএস ছাড়াও জেলব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

একেএম গালিভ খাঁন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলায় প্রায় ৬০ হাজার পরিবার সরাসরি উপকৃত হবে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই এই কর্মসূচিতে খাদ্য বিভাগ ১৮০০ মেট্রিক টন চাল বিতরণ করবে। যা পরবর্তী মাসেও চলমান থাকবে। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্বাবধানে প্রতিমাসে ৯ হাজার ৫৭৬ জন সুবিধাভোগীর মাঝে প্রায় ২৮৭ মেট্রিক টন চাল সরবরাহ করছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জেলা শহরের নিমতলা মোড়ে ওএমএস কর্মসূচীর উদ্বোধন করেন।

শেয়ার