Top

মানিকগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ

০১ সেপ্টেম্বর, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
মানিকগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সেওতা খালপাড় মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির নেতা কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটখেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা টিয়ারসেল নিক্ষেপ করে। এই ঘটনায় পুলিশ, সাংবাদিক ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ এপর্যন্ত ৩ জন বিএনপির কর্মীকে আটক করেছে।

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে মানিকগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১ টার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। নেতাকর্মীরা শহরের আশে পাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলো।

এদিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েক’শ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে অভিমুখে রওনা হলে শহরের খালপাড় মোড়ে পুলিশ বাঁধা দেন। বাঁধা উপেক্ষা করে বিএনপির মিছিল এগিয়ে যাওয়া চেস্টা করে। এক পর্যায়ে মিছিলের পিছন দিকে থেকে পুলিশকে লক্ষ করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটখেল নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশও প্রথমে লাঠি পেটা এবং পরবর্তীতে টিয়ারসেল নিক্ষেপের সাহায্যে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক ক‌রেন।

এর আগে সকাল ৯ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা জড়োহন ভাষা শহীদ রফিক চত্তরে। এর পর ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপির জামায়াতের বিরুদ্ধে শ্লোগান দিয়ে শহরের বিক্ষোভ মিছিল করে।

শেয়ার