Top

ময়মনসিংহে খোলাবাজারে চাল বিক্রি শুরু

০১ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
ময়মনসিংহে খোলাবাজারে চাল বিক্রি শুরু
ময়মনসিংহ প্রতিনিধি :

ওএমএস ও টিসিবি কার্যক্রম সম্প্রসারণে লক্ষ্যে ময়মনসিংহে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর গঙ্গাদাস গুহ রোডে খোলাবাজারে ওএমএস চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার
শফিকুর রেজা বিশ্বাস।

এ উপলক্ষে সকালে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মস‚চি এবং টিসিবির কার্ডধারীদের মাঝে চাল ও আটা বিতরণ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আমিনুল এহসান চৌধুরী, জেলা খাদ্য কর্মকর্তা
ইকবাল বাহার চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহ জেলার ১৪৫টি ইউনিয়নে ২ লাখ ৯৮ হাজার ৪৮জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল বিক্রয় করা হবে। মাসে দুইবার ১জন কার্ডধারী ৩০ কেজি করে চাল পাবেন।

এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাতটি ট্রাকে প্রতিটিতে ২ মেট্রিক টন করে চাল ও ১৭টি দোকানে ২ মেট্রিক টন চাল ও ৫০০ কেজি করা আটা বিক্রি করা হবে। একজন ব্যক্তি ৩০টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮টাকা কেজি দরে তিন কেজি করে আটা ক্রয় করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

শেয়ার