Top

কাপ্তাইয়ে পিসিজেএসএস-মগ পার্টির গুলিবিনিময়, জনমনে আতঙ্ক

০১ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
কাপ্তাইয়ে পিসিজেএসএস-মগ পার্টির গুলিবিনিময়, জনমনে আতঙ্ক
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সাথে মগ পার্টির স্বশস্ত্র দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গম চিৎমরম ইউনিয়নের বামনী পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- পাহাড়ের আঞ্চলিক দল পিসিজেএসএস এবং মগ পার্টি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের গুলিবিনিময়ে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

চিৎমরম এলাকার স্থানীয় বাসিন্দা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী বলেন- এলাকায় দু’টি পক্ষের মধ্যে বৃহস্পতিবার সকাল হতে থেমে থেমে গুলিবিনিময় হয়েছে। যার ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকার লোকজন ভয়ে দোকানপাঠ বন্ধ করে নিজ নিজ বাসায় অবস্থান করছে।

চলতি সপ্তাহের মধ্যে রাইখালী, নোয়াপাড়া, চন্দ্রঘোনা, চিৎমরম ও আবগার পাড়ার একের পর এক গুলিবিনিময়ের ঘটনায় বর্তমানে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- উভয় পক্ষের গোলাগুলির ঘটনা ঘটলেওে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

শেয়ার