Top

ভাসানচর থেকে পালানোর সময় সুবর্ণচরে ৩ রোহিঙ্গা আটক

০২ সেপ্টেম্বর, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
ভাসানচর থেকে পালানোর সময় সুবর্ণচরে ৩ রোহিঙ্গা আটক
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটককৃতদের মধ্যে এক নারী ও দুই পুরুষ রোহিঙ্গা রয়েছে।

শুক্রবার সকালে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হচ্ছেন, ভাসানচর আশ্রয়ণের মৃত নজির আহমদের ছেলে হারুন (১৮), তার ভাই ফারুক (১৯) ও তাদের মা গুল বাহার (৬০)। তাদের শুক্রবার বিকেলে ভাসানচর কর্তৃপক্ষের সাথে কথা বলে আশ্রয়ণে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদের মধ্যে ৩জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর আশ্রয়ণ থেকে দালালের মাধ্যমে পালিয়ে এসেছে বলে জানায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তিন রোহিঙ্গাকে আটক করে থানায় আনা হয়েছে। বিকেল তাদের পুনঃরায় ভাসানচরে পাঠানো হবে।

 

শেয়ার