Top
সর্বশেষ

শরীয়তপুরে ভুয়া ডাক্তারকে দেড় বছর কারাদণ্ড

০২ সেপ্টেম্বর, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
শরীয়তপুরে ভুয়া ডাক্তারকে দেড় বছর কারাদণ্ড

শরীয়তপুর নড়িয়া উপজেলা নামের আগে ‘ডাক্তার’ লিখে দীর্ঘদিন ধরে রোগী দেখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মোঃ কামরুল আলম নামে এক ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা সহ দেড় বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর ) সাড়ে ১২ টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মেহেদী ফার্মেসী তে এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ।

জানা যায়, ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন মোঃ কামরুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় বাংলাবাজার এলাকায় অবস্থিত মেহেদী ফার্মেসীতে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মোঃ কামরুল আলম তার অপরাধ স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা ও দেড় বছর কারাদন্ড করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের কাজ না করারও মুচলেকা দেন তিনি।

এছাড়া একই উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন এ গোলার বাজারে অবস্থিত ফাতেমা মেডিক্যাল এ কোন কাগজ পত্র না থাকা ও শেবায় অবহেলার কারনে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ শুক্রবার কালের কণ্ঠকে বলেন, মোঃ কামরুল আলম নামের ভুয়া ডাক্তার কে দীর্ঘদিন ধরে রোগী দেখায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা ও দেড় বছর কারাদন্ড প্রদান, ও ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিজান অব্যাহত থাকবে।

শেয়ার