Top

বৃষ্টিতে স্বস্তি ফিরেছে আনোয়ারার কৃষকদের

০৪ সেপ্টেম্বর, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
বৃষ্টিতে স্বস্তি ফিরেছে আনোয়ারার কৃষকদের
ফরহাদুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম) :

বর্ষার ভরা মৌসুমে আষাড় শ্রাবণেও দেখা মেলেনি ভারি বৃষ্টির। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলছে না। তীব্র রৌদে ফেটে চৌচির বিল ঝিল। বৈশাখের মত মৌসুমি খরায় বর্ষা নির্ভর আমন রোপন নিয়ে হতাশ হয়ে পড়েছে আনোয়ারার উপজেলার হাজার হাজার কৃষকরা। এদিকে ভাদ্র মাস শুরু হওয়ায় আমন রোপন একেবারে শেষের দিকে। ভারি বৃষ্টির দিনে চলছে চৈত্র বৈশাখের তীব্র খরা। কৃষকের জমি ফেটে হয়ে যাচ্ছে চৌচির।

এমন হতাশায় কৃষকদের স্বস্তি এনে দিয়েছে শনিবারের বৃষ্টি। গত ১৫দিন যাবৎ আমন রোপনে হতাশায় থাকে শুক্রবারের রাতের বৃষ্টি আর শনিবারের সকালের ভারি বৃষ্টি আমন রোপনে যোগ হয়েছে কৃষকদের মাঝে নতুন হাওয়া। শনিবার সকাল থেকে আনোয়ারায় শুরু হয় ভারি বৃষ্টি। একেক পশলা বৃষ্টি যেন কৃষকদের মাঝে তৃপ্তির হাসি।

দেখা যায়, গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অবিরাম বর্ষণ ধারায় এখানকার খালবিলে জমেছে বৃষ্টির পানি। ভাদ্রের মাসের বৃষ্টি হলেও এমন ভারি বৃষ্টিতে আমন ধান চাষের জমিতে পর্যাপ্ত পরিমাণ জমেছে পানি। জমিতে পানি জমলে এখানকার কৃষকরা ফিরে পায় স্বস্তি। কৃষকদের প্রত্যাশিত এমন বৃষ্টিতে এবার স্বস্তি ফিরেছে কৃষকদের। এদিকে অমবর্ষার খালির পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

শনিবার সকালে বিভিন্ন এলাকায় সরজমিন ঘুরে দেখা যায়, বৃষ্টির সাথে সাথে কৃষকদের বেড়েছে ব্যস্ততা। কাজের মানুষ নিয়ে তাদের আমন চাষের জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়ার কারণে জমি তৈরিতে ব্যস্ত সময় পার করেছেন স্থানীয় কৃষকরা। টানা চার ঘন্টার ভারি বৃষ্টির কারণে আনোয়ারার বিভিন্ন এলাকার জমি গুলো আমন রোপনের উপযোগী হয়ে ওঠেছে। এদিকে গত ১৫দিন যাবৎ পানির অভাবে আমন রোপনের জমি তৈরি করতে আটকে ছিলেন কৃষকরা। কেউ কেউ জমি তৈরীতে অর্ধেক আটকে ছিলেন। বৃষ্টির সাথে সাথে আটকে থাকা জমিগুলো পাওয়ার টিলার, ট্রাক্টর দিয়ে রোপনের জন্য তৈরী করতে ব্য¯ত সময় পার করতে দেখা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, আনোয়ারায় এবার আমন রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, ৫হাজার ৯৬৫ হেক্টর জমি। তার মধ্যে হাইব্রিড ১৮৫০ ও উফশী ৪১১৫ হেক্টর। যার উৎপাদন সম্ভাবনা রয়েছে ২৪৮৭৫ মেট্রিকটন। আনোয়ারায় মূলত চাষাবাদ হয় দুই মৌসুম। আমন আর বোরো। আমন শুরু শুরু হয় মূলত বর্ষা মৌসুমে। এই আমন ধান চাষকে অনেকটা নির্ভর করতে হয় বৃষ্টির পানির উপর।

প্রাকৃতিকভাবে বৃষ্টির পানির উপরই নির্ভর করে এখানকার আমন ধান চাষ করে থাকেন। প্রতি বছরের মতো এবারো আষাঢ়ের বৃষ্টি নামার শুরু থেকেই কৃষকের আমনের জমি তৈরির কার্যক্রম শুরু হয়। কিন্তু এবার বৃষ্টি না খাকায় চরম বেকায়ায় পড়ে কৃষকরা।

হাইলধর এলাকার কৃষক ইসলাম জানান, বৃষ্টির পানির উপর নির্ভর করে আমরা আমন চাষ করে থাকি। আমি বারো খানি জমি চাষাবাদ করি। কিন্তু বৃষ্টির কারণে এখনো দেড় খানিমত রোপন করেছি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকালে বাজার থেকে চার জন কাজের মানুষ নিয়েছি। এভাবে আর কদিন বৃষ্টি হলে সব জমি রোপনের আওতায় চলে আসবে। আজ কালের মধ্যে জমি তৈরি হলেই রোপণ শুরু করব।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, আমন আনোয়ারার প্রধান ফসল। কৃষক আমন আবাদি জমি ফেলে রাখে না। বৃষ্টির পাশাপাশি সম্পূরক সেচের মাধ্যমে হলেও আমন আবাদ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবার আমরা আমনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করি তা অর্জিত হয়। বিশেষ করে আমন নির্ভর করে বৃষ্টির পানির উপর। এবার মৌসুমি বৃষ্টির অবস্থা তেমন ভালো যাচ্ছে না। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালে টানা বৃষ্টি হয়েছে। এভাবে টানা না হলেও থেমে থেমে বৃষ্টি আগামী এক সপ্তাহ হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করছি। রোপনকৃত আমনের জন্যও ভালো হবে।

 

শেয়ার