শুক্রবার আসলেই বৃহস্পতিবার রাতের ঘুম উদাও। রাত কাটে এপাশ ওপাশ করেই। ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যেই দে-ছুট ভ্রমণ সংঘ’র ভ্রমণ পিয়াসুদের ফোন বাজা শুরু। আর এমনি বিছানা ছেড়ে তৈরি হওয়ার কসরত। ঠিক তেমনি এক শুক্রবার মটর বাইকে নব নির্মিত সিঙ্গাইর সড়ক ধরে মিতরা,ঝিটকা পেরিয়ে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক নৌঘাট। ও হ্যাঁ, নতুন সড়কের বর্ণনা না দিলেই নয়। ধল্লা ব্রিজ পার হবার পর হতেই নয়নে আটকাতে থাকবে,পথের দুধারের নৈসর্গিক সব প্রাকৃতিক দৃশ্য। আনমনেই হয়ত গেয়ে উঠবেন,পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি।
মানিকগঞ্জ যাবার নতুন সড়কটিতে,এখনো ফিটনেসবিহীন যানবাহন চলাচল তেমন চোখে পড়েনি। যে কারণে মটরবাইকে নিরাপদে রাইড দেয়া যায়। ঘাটে বসে চা’য়ের কাপে চুমুক দিতে দিতে যাত্রীবাহী ট্রলার ছাড়ার সময় হল। চা দোকানিকে অনুরোধ করে তার দোকানের পাশেই বাইক রেখে-ট্রলারে চড়ি। ঢেউ তোলা আষাড়ের প্রমত্তা পদ্মা নদী। ঝলমলে তপ্ত রোদে ছাউনিবিহীন ট্রলার। কিছুক্ষণ চলার পরেই, আকাশে কালোমেঘের ঘনঘটা। হঠাৎ তুফান ছাড়লে কি হতে পারে,সেদিকে খেয়াল নেই কারো। বরং রোদের ঝাঁঝ কমে যাওয়ায় মহা খুশি সবাই। আসলে পাহাড়-সমুদ্রে রোমাঞ্চিত করা দে-ছুট এর দামালেরা,পদ্মাকে গুণলই না।
প্রায় পৌনে একঘণ্টা পর ট্রলার ভিড়ল লেছড়াগঞ্জ ঘাটে। যাত্রী দেখে ভাড়ায় খাটা বাইকারদের হাকডাক। কিন্তু আমাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমরা হাঁটতে শুরু করলাম। সবুজে ঘেরা মেঠো পথ, খানিকটা দূরেই একজনের নেটের মত ব্যাগে,কিছু একটা দেখতে পেয়ে তাকে থামালাম। ব্যাগ খুলে দেখতেই দেখি,সাপের মত কিছু একটা। প্রবল উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করতেই বলল,এটা বাউস মাছ। সর্প আকৃতির বিশাল মাছটি হাতে নিয়ে,ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতেই প্রচুর লাইক-কমেন্ট। বিভিন্ন জনের নানান মন্তব্যের মাধ্যমেই জানা গেলো,এর সঠিক নাম-বামবুউইশ। স্বাদে দারুণ এই মাছটি সচারচর ধরা পড়ে না। মাছ নিয়ে ফটোসেশন শেষে,গ্রামের দিকে আগাতে থাকি। কিছু দূর যেতেই চোখে পড়ল ভুট্টা ক্ষেতের দৃশ্য। কৃষক-কৃষাণী সমানতালে গাছ থেকে ছিড়ে ভুট্টা জমা করছে। তাদের সঙ্গে আমরাও যোগ দিয়ে ভিন্ন এই অভিজ্ঞতা অর্জন করি।
ভ্রমণ মানেই হল বিনোদনের পাশাপাশি যাপিতজীবনের শিক্ষা। এরপর লেছড়াগঞ্জ চরের পাটগ্রামের দিকে আগাতে থাকি। যেতে যেতে বাজার পেরিয়ে আরেক নদীর ধারে। নদীর তীর,আশপাশ পরিবেশ আর স্বচ্ছ পানি দেখে সেখানেই বসে পড়লাম। মানিকগঞ্জের বন্ধু মেহেদিকে ফোন দিয়ে নদীর নাম জিজ্ঞাসা করতেই জানাল ইছামতী। যে যার মত দ্রুত হ্যামোক টানিয়ে,পানিতে ঝাপিয়ে পড়ি। আহ! কি প্রফুল্লতা। যেন ফিরে গিয়েছিলাম সেই শৈশবের টলটলে বুড়িগঙ্গা নদীর জলে। ডুব সাঁতার,উল্টো সাঁতার সহ ইচ্ছেমত ইছামতীর পানিতে দাপাদাপি করে- ছুটি জুম্মা আদায়ে। নামাজ শেষে হেঁটে ও ঘোড়ার গাড়িতে চড়ে লেছড়াগঞ্জ ইউনিয়নের গ্রাম গুলো ঘুরে ঘুরে দেখি। পুরো চড় জুড়ে ভুট্টার বাম্পার পলন। প্রচুর গাছগাছালিতে নানান পাখির কলতান। তাল গাছ গুলোতে সারি সারি বাবুই পাখির বাসা। এত এত বাসা সাধারণত আজকাল কোথাও তেমন চোখে পড়ে না। চরের বাসিন্দারাও বেশ বন্ধুবৎসল। রয়েছে আশ্রয়ণ প্রকল্পেরও বসতঘর।
সাধারণত বর্ষায় লেছড়াগঞ্জর জমিতে পানি থাকে ছুঁই ছুঁই। কিন্তু বন্যা হলে,চরের বাসিন্দাদের সরে যেতে হয়। নির্ভুল তথ্যের জন্য দায়িত্বশীল কাউকে না পাওয়ায় চরের আয়তন ও জনসংখ্যা সম্পর্কে জানা হয়নি। যে টুকু জেনেছি,প্রতিবছরই পদ্মায় লেছড়াগঞ্জর চর একপাশে বিলীন হয়। আবার আরেক পাশে জমি জেগে উঠায়, সঠিক আয়তন রেকর্ড করা যায় না। ‘নদীর একূল ভাঙ্গে-ও কূল গড়ে, এইত নদীর খেলা’ গানের কথা গুলো মনে পড়ল। নদীভাঙ্গন এলাকার মানুষের মুখে মুখে,এই কষ্টের বুলি যুগ যুগান্তর ধরে চলে আসছে। বিদ্যুৎবিহীন নিঝুম চরাঞ্চলের নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য,দেখতে দেখতে বেলা গড়ালো অনেক। তাই আর দেরি না করে, তড়িঘড়ি করে ট্রলার ধরি।
যোগাযোগ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ যাবার জন্য মটর বাইকাররা,ঢাকা হতে সাভারের হেমায়েতপুর হয়ে সিঙ্গাইর-ঝিটকা সড়কে হরিরামপুরের আন্ধারমানিক বাজার। সেখান হতে প্রতিঘণ্টায় ট্রলার ছেড়ে যায় লেছড়াগঞ্জ ঘাট। সেখান হতে মটরবাইকে বা ঘোড়ার গাড়িতে পাটগ্রাম। তবে হেঁটে যাবার আনন্দ ভ্রমণে ভিন্ন মাত্রা যোগ হবে। এছাড়া গাবতলী বাস টার্মিনাল হতে বিভিন্ন পরিবহনের বাস মানিকগঞ্জ রুটে চলাচল করে থাকে।
খাবার
লেছড়াগঞ্জ মানিকগঞ্জ জেলার অন্তর্গত হলেও, জায়গাটা দুর্গম চরাঞ্চল। তাই শুকনো খাবার সঙ্গে নিয়ে যেতে হবে।
যাতায়াত
ভাড়া চড়ার আগেই জায়গা হতে নির্ধারণ করে নিতে হবে।
সতর্কতা
প্রমত্তা পদ্মা নদী পারি দিতে হয়। তাই অবশ্যই লাইফজ্যাকেট সহ নিজ নিজ নিরাপত্তার বিষয়টা প্রথমেই মাথায় রাখুন।
খোঁজখবর
লেছড়াগঞ্জর পাটগ্রাম সব মৌসুমেই তার প্রাকৃতিক সৌন্দর্যের ডালি মেলে ধরে। তাই ভ্রমণ পরিকল্পণার পূর্বে,নিজের সীমাবদ্ধতা সম্পর্কে যাচাই করে নিন।
ছবির ছৈয়াল
দে-ছুট ভ্রমণ সংঘ