Top
সর্বশেষ
অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

খুলনায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

২৫ জানুয়ারি, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
খুলনায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

খুলনায় আবারও পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খুলনার দিঘলিয়া উপজেলার বার্মাশীল খেয়া ঘাট এলাকায় মামুন মোল্যা নামের একজন পুলিশ সোর্সতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। শনিবার দিবাগত (২৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন মোল্যা (২৬) দিঘলিয়ার সেনহাটি মধ্যপাড়া এলাকার মোঃ ইউসুফ মোল্যার ছেলে। হত্যাকান্ডের ১৮ ঘন্টা পরও সম্পৃক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশের সুত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দিঘলিয়ার বার্মাশীল খেয়াঘাট এলাকায় দুর্বৃত্ত্বরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মোঃ মামুন মোল্যাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ভোর রাতে মৃত্যুবরণ করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ বলেন, গত রাতের ঘটনা। সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, শুনেছি নিহত মামুন মোল্যা কেএমপি’র সোর্স ছিল। এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত্ব, গত ১২ জানুয়ারি দিবাগত রাতে খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের সোর্স মোঃ শফিকুল ইসলাম (৩৫) দুর্বৃত্বের চুরিকাঘাতে নিহত হন। এঘটনায় লবনচরা থানায় দু’টি মামলা দায়ের করা হয়।

শেয়ার