ফরিদপুরের নগরকান্দায় রাতের আধাঁরে বাকি মোল্যা নামে এক কৃষকের ৩০ শতক জমিতে বেড়ে ওঠা লাউ ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। ঘটনাটি নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামে কুমার নদের পাড়ে ঘটে। ক্ষতিগ্রস্ত বাকি মোল্যা বিনোকদিয়া গ্রামের বাসিন্দা।
বাকি মোল্যা বলেন, কয়েক বছর আগে আমি স্টোক করি। আমার তিন হার্ট ব্লক হয়ে রয়েছে। এরপর থেকে আমি ভারি কোনো কাজকর্ম করতে পারি না। এমন অবস্থায় চাচাতো ভাইদের কিছু জমি বর্গা নিয়ে নানা ধরণের শাক-সবজি ও ফলের বাগান করি।
সেখান থেকে যা আয় হয় তা দিয়ে চলে আমার সংসার। তিনি বলেন, কিছুদিন আগে কুমার নদের পড়ে থাকা চাচাতো ভাইদের ৩০ শতাংশ জমি বর্গা নিয়ে লাউ ও কলাগাছ লাগাই। গাছগুলো কেবল বেড়ে উঠতে শুরু করেছে। এমন সময় অন্তত ১০টি লাউগাছ ও ৩০টি মত কলাগাছ রাতের আধারে কেটে ফেলেছে কে বা কারা। আমি এ ঘটনায় কোর্টে মামলা করবো।
স্থানীয় মনির মোল্যা বলেন, একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকতেই পারে। সেটা স্থানীয়ভাবে মিমাংসা করা য়ায়। বা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া যায়। কিন্তু তা না করে, লাউ ও কলাগাছের সঙ্গে শত্রæতা করে কি লাভ!। এসব অপকর্ম থেকে সবার বেরিয়ে আসা উচিত।