চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে দুই বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।
বুধবার (০৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার ২নং বারশত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুধকুমড়া গ্রামের মরহুম আমির হোসেন দুবাশীষের বাড়িতে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন নামের এক যুবক জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে পার্শ্ববর্তী এলাকায় আগুনের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি মরহুম দেলোওয়ার চৌধুরী ও ইদ্রীস চৌধুরীর বসতবাড়ি পুড়ে গেছে।
আগুনের সুত্রপাতের বিষয়ে ক্ষতিগ্রস্ত হাসিনা বেগম বলেন, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরো জানান, কয়েকদিন আগে আমার দুই মেয়ে শশুরবাড়ি থেকে বেড়াতে এসেছে। আগুন লেগে আমার মেয়েদের ৪-৫ ভরি স্বর্ণালংকারসহ ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং পাশের ঘরেও তিন লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কামরুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের শেষ পর্যায়ে। পরবর্তীতে আমাদের ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে চলে আসে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে আনুমানিক পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি এবং তিন লক্ষ টাকা করে ছয় লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।