Top
সর্বশেষ

রাবির আইন বিভাগের সভাপতির দায়িত্ব পেলেন অধ্যাপক ড. প্রধান

২৫ জানুয়ারি, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
রাবির আইন বিভাগের সভাপতির দায়িত্ব পেলেন অধ্যাপক ড. প্রধান
রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৭ তম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ছেন ‘শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে’র (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।

রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় আইন বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আব্দুল হান্নান তার কাছে এ দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করে ড. প্রধান বলেন, সততা, আস্থা ও বিশ্বস্ততার সঙ্গে নিজ দায়িত্ব পালনের মাধ্যমে একাডেমিক কর্মকাণ্ডের উন্নয়ন সাধনই হবে আমার প্রধান লক্ষ্য। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

১৯৭২ সালের ১ জুন পঞ্চগড় জেলায় পিতা আলহাজ রফিজ উদ্দিন প্রধান ও মাতা হাফিজা খাতুন প্রধানের গৃহে জন্মগ্রহণ করেন ড. হাসিবুল প্রধান।

১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করার পর তিনি দীর্ঘদিন থেকে দেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও রাজনীতি নিয়ে দেশের জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় লেখালেখি করছেন তিনি।

এছাড়া বিশ্ববিদ্যায়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন  লেখালেখির সাথে যুক্ত আছেন । বর্তমানে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এই অধ্যাপক।

এর আগে ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি দৈনিক ‘আজকের কাগজ’-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। ১৯৯৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু হত্যা মামলা’য় একজন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসেবে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছেন ড. প্রধান।

এছাড়াও ২০১৪ সালের আগস্ট মাসে ঢাকা থেকে পলল প্রকাশনী তার লেখা ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে। ১৯৯৮ সালে ঢাকা থেকে সময় প্রকাশনী তার ও বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ খানের যৌথ সম্পাদনায় ‘জীবন্ত শহীদ মুক্তিযোদ্ধা মজিবর রহমান দেবদাস’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে।

শেয়ার