Top

রাঙামাটিতে ৭৫৩ শিক্ষার্থীর মাঝে পাচউবো’র শিক্ষা বৃত্তি প্রদান

০৭ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
রাঙামাটিতে ৭৫৩ শিক্ষার্থীর মাঝে পাচউবো’র শিক্ষা বৃত্তি প্রদান
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে ৭৫৩শিক্ষার্থীর মাঝে ৬৬লাখ, ৬৩হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বুধবার (০৭সেপ্টেম্বর) সকালে বোর্ডের মিলনায়তনে প্রধান অতিথি থেকে এসব বৃত্তি প্রদান করেন- বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র পক্ষ থেকে জানানো হয়- জেলার মেধাবী কলেজ শিক্ষার্থীদের জনপ্রতি সাত হাজার টাকা, বিশ^বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জনপ্রতি ১০হাজার টাকা করে সর্বমোট ৬৬লাখ, ৬৩হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমরা চাকমা বলেন- বৃত্তি প্রদানের ক্ষেত্রে আমরা কোন বৈষম্য করেনি। তারপরও অনেকেই অনেক কিছু বলে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে আমরা কিছু কৌশল অবলম্বন করেছি। বাঙালী শিক্ষার্থীর সাথে বাঙালী শিক্ষার্থী, চাকমা শিক্ষার্থীর সাথে চাকমা শিক্ষার্থী, ত্রিপুরা শিক্ষার্থীর সাথে ত্রিপুরা শিক্ষার্থী এবং মারমা শিক্ষার্থীর সাথে মারমা শিক্ষার্থীদের মেধা বাছাই করে বৃত্তি প্রদান করা হয়েছে। সকল প্রকার নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান চেয়ারম্যান।

এসময় বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন হারুনুর রশীদ এবং রাঙামাটি প্রেস কøাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

শেয়ার