৯৯৯ নাম্বারের ফোন পেয়ে কোষাঘাটা থেকে ২ টি শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে তুলে দিলো দামুড়হুদা থানা পুলিশ।
বুধবার সকাল ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদরের যদোপুর গ্রামের মুহাম্মদ ব্যাপারীর দুই ছেলে মুশফিকুর রহমান (৭) ও ছোট ছেলে তানবির হাসান মুরসালিন (৩) বাড়ি থেকে চলে আসে কোষাঘাটায়।
এ সময় স্থানীয় জোহর আলী শিশু সন্তান দুটি কে দেখার পর বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণ ৯৯৯ নাম্বারে ফোন দিলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে ডিউটিরত এসআই ওবাইদুর রহমান ঘটনাস্থলে আসেন। পরে তাদের পিতা – মাতাকে সংবাদ দেই। শিশু সন্তান দুটির পিতা – মাতা ঘটনাস্থলে আসলে পুলিশ তাদের কাছে সন্তানদের তুলে দেয় পুলিশ।
এ বিষয়ে দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, স্থানীয় জোহর আলী দুটি অপরিচিত শিশুকে উদ্ধার করে আমাকে সংবাদ দিলে আমি তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে পৌছে যায়। এর পরে ৯৯৯ এ ফোনের মাধ্যমে দামুড়হুদা থানা পুলিশও ঘটনাস্থলে আসে।
এবিষয়ে এসআই ওবাইদুর রহমান জানান, ৯৯৯ নাম্বারে ফোন কলের মাধ্যমে আমরা ঘটনাস্থলে পৌছাই। এসময় দুটি শিশুকে উদ্ধার করে তার পরিবারকে সংবাদ দিয়ে ডেকে এনে তাদের কাছে তুলে দেওয়া হয়।