Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ৭০ হাজার টাকার জালনোটসহ ৪ ব্যক্তি গ্রেফতার

০৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৭০ হাজার টাকার জালনোটসহ ৪ ব্যক্তি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে চৌহালী উপজেলার এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় ৭০ হাজার টাকার জালনোটসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুস সামাদ খাঁনের ছেলে নজরুল ইসলাম খাঁন (৩৫), কুড়িগ্রাম জেলার পাইকানদারি পাড়া গ্রামের শরাফাত আলীর ছেলে নাজির হোসেন (২৭), কিশোরগঞ্জ জেলার হাতরা পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে বাদল (২৬) ও একই জেলার চারিতলা পশ্চিম পাড়া গ্রামের শামচুল হকের ছেলে মাসুদ (২৮)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫৫টি ১ হাজার টাকার ও ৩০টি ৫শ টাকার মোট ৭০ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। মেশিন দিয়ে নোটগুলো জাল শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার