Top
সর্বশেষ

বিলের বাথান ঘরের বারান্দা থেকে ৩৩টি ককটেল উদ্ধার

০৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
বিলের বাথান ঘরের বারান্দা থেকে ৩৩টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে একটি বিলের বাথানঘরের (জোগানদারের ঘর) বারান্দা থেকে ৩৩টি ককটেলসহ একজনকে আটক করেছে র‍্যাব।

বুধবার (০৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাটা গ্রামস্থ কানসাট-ভোলাহাট রোডের কলমুগাড়া বিলের বাথান ঘরের বারান্দা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। আটককৃত ককটেল সরবরাহকারী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হুজরাপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম ওরফে সজিব (৩৭)।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কলমুগাড়া বিল বাতান ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঘরের বারান্দায় থাকা ৩৩টি ককটেল উদ্ধার করে র‍্যাব। কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, ৩৩টি ককটেল ছাড়াও একটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ককটেলগুলো অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সামনে স্বীকার করেছে আটককৃত সিরাজুল ইসলাম সবুজ।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব। এছাড়াও র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার