Top

মধুমতি নদীথেকে অবৈধ ভাবে বালু উত্তলন করায় নদী ভাঙ্গন বাড়ছে

১১ সেপ্টেম্বর, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
মধুমতি নদীথেকে অবৈধ ভাবে বালু উত্তলন করায় নদী ভাঙ্গন বাড়ছে
মাগুরা প্রতানিধি :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের মধুমতি নদী থেকে অবৈধ ভাবে উত্তলন করা হচ্ছে বালু। যে কারনে নদীতে ভাঙছে শুরু হয়ে বাড়ি ঘর ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে।

উপজেলার রোনগর, মাধবপুর চরসিলামাৎপুর রায়পুর হরিণাডাঙ্গা ও শীরগ্রাম ঘাট পর্যন্ত মেশিন দিয়ে বালু উত্তোলের ফলে ভাঙ্গন তীব্র হচ্ছে। মাঝেমধ্যেই চলছে এ বালু উত্তোলন।

মধুমতী নদীতে অবৈধ ভাবে বালু উত্তলন অব্যাহত থাকলে ও নেই প্রশাসনের নজরদারি। এলাবাসী বালু উত্তেলন রোধ করার জন্য প্রশাসনের কাছে অনুনয় বিনয় করে কোন ফল পাচ্ছেনা বলে অভিযোগ করেছে।

বাবুখালী ইউনিয়ন ভূমি অফিস থেকে তহশীলদার বাধা দিলে ফের এক ঘণ্টার মধ্যেই মেশিন আবার স্টার্ট হয় দেখার কেউ নেই ।

রাস্তায় বালু দিয়ার নামে বালু ব্যবসায়ীরা রাস্তার পাশে পুকুর খানা গর্ত ভরাট করার ধুম লেগেছে এলাকায়। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি এলাকাবাসীর।

শেয়ার