Top

শেরপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

১১ সেপ্টেম্বর, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
শেরপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন
শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।১১ সেপ্টম্বর রবিবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর ভাঙন রোধে বাধ নির্মাণের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

এসময় পানি উন্নয়ন বোর্ডের জামালপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ ঠিকাধারী প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন। পানিউন্নয়ন বোর্ড জানায়, ১৮০ মিটার বাধ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ২৩ হাজার ২০৫টাকা।

উল্লেখ্য, গত ১২ আগস্ট জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং নদীর তীর ভাঙ্গনরোধে করনীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানান।

শেয়ার