Top

ফেনী জেলে বাবুলের রুমে হঠাৎ ওসির তল্লাশি, তদন্ত চেয়ে আইনজীবীর আবেদন

১২ সেপ্টেম্বর, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
ফেনী জেলে বাবুলের রুমে হঠাৎ ওসির তল্লাশি, তদন্ত চেয়ে আইনজীবীর আবেদন
চট্টগ্রাম প্রতিনিধি :

ফেনী কারাগারে স্ত্রী মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিস সুপার বাবুল আক্তারের কক্ষে তল্লাশির অভিযোগে আদালতে পিটিশন দায়ের করেছেন তার আইনজীবী গোলাম মাওলা মুরাদ।

সোমবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে আবেদনটি করা হয়। বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মনির হোসেন বলেন, ‘সকালে আবেদনের পর কিছুক্ষণ আগে শুনানি হয়েছে। আদালত আবেদনটি আদেশের জন্য রেখেছেন।’

আইনজীবী গোলাম মাওলা মুরাদ পিটিশনের বরাত দিয়ে জানান, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারন) আইনে পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদনের পর আসামিরা মারমুখী আচরণ করছে। তাদের নির্দেশে শনিবার দুপুর ১২টার দিকে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জেল কোডের তোয়াক্কা না করে কারাগারে বাবুলের কক্ষে প্রবেশ করেন। এসময় তিনি দীর্ঘসময় ওই কক্ষে তল্লাশীর নামে বাদীর জীবনের ক্ষতি সাধনের চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে এর সত্যতা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, জেল কোড অনুসারে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা কোনোভাবেই জেলা ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ আদালতের লিখিত অনুমতি ছাড়া জেলখানায় প্রবেশ করতে পারেন না। কিন্তু আইন ও প্রচলিত নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দোখিয়ে ওসি নিজাম কারাগারে বাবুল আক্তারের কক্ষে তল্লাশীর নামে তার জীবনের ক্ষতি সাধনের চেষ্টা করেছেন। যা জেল কোড অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

আইনজীবী গোলাম মাওলা মুরাদ আরও বলেন, ‘এই যাত্রায় আসামিরা সফল না হলেও অভিযোগকারী বাবুল আক্তার ও তার পরিবারের জীবননাশসহ যেকোনো ধরনের ক্ষতির আশংকা করছেন। তাই বাবুল আক্তারের জীবনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে তার পক্ষে পিটিশনটি দায়ের করেছি।’

মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, বাবুল আক্তারের পক্ষে ৬ জনকে আসামি করে গত ৯ সেপ্টেম্বর একটি আবেদন দেওয়া হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) আরও একটি আবেদন দেওয়া হয়েছে। আদালত আগামি ১৯ সেপ্টেম্বর উভয় আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

শেয়ার