Top

চট্টগ্রামে করোনায় নতুন ৫ জন শনাক্ত

১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
চট্টগ্রামে করোনায় নতুন ৫ জন শনাক্ত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ৭১ শতাংশ। করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), নগরীর পাঁচ ল্যাব ও এন্টিজেন টেস্টে সোমবার চট্টগ্রামের ১০৬ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৫ জন পজিটিভ শনাক্ত হন। এরা সকলেই শহরের বাসিন্দা।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮৮৩ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৯৭ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সোমবার সবচেয়ে বেশি ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে একজন জীবাণুবাহকও পাওয়া যায়নি। বিআইটিআইডি ল্যাবে ১২ নমুনা পরীক্ষায় ২ টিতে করেনার জীবাণু মিলে। শেভরনে ১৫ জনের নমুনায় ৩ জন আক্রান্ত শনাক্ত হয়।

এছাড়া, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪, এপিক হেলথ কেয়ারে ৮ ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৭ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১০ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এন্টিজেন টেস্ট ও তিন ল্যাবে করোনায় আক্রান্ত কোনো নমুনা চিহ্নিত হয়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রথম কোন রোগীর শরীরে জীবাণু ধরা পড়ে একই বছরের ৩ এপ্রিল এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ওই বছরের ৯ এপ্রিল।

 

শেয়ার