Top

ঝিনাইদহে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,আটক ১

১৩ সেপ্টেম্বর, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
ঝিনাইদহে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,আটক ১
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সুমন লস্কর (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটই বাজারের আখ সেন্টারের পাশে ইব্রাহিম এর বাড়ীতে ভাড়া থাকেন ফুলহরি চাঁদপুর গ্রামের বাসিন্দা দুধসর ডিজিটাল স্কুলের শিক্ষক বিপুল হোসেন। মঙ্গলবার দুপুরে তার (৫) বছর বয়সী একমাত্র কন্যা ভাড়া বাসার সামনে শিমুল এর কাঠের ফার্নিচারের দোকানে বসে ছিল। এসময় কাঠের আরতের কর্মচারী ঝিনাইদহ সদর থানার আমতলা চরমুরারীদাহ গ্রামের খলিল লস্করের ছেলে কাঠের রং মিস্ত্রি সুমন লস্কর শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে কাঠের আরতের ভিতর নিয়ে যায়। পরে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা সুমনকে হাতেনাতে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শৈলকূপা থানার এস আই সাজ্জাদুর রহমান জানান,শৈলকুপা উপজেলার ভাটই এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার সময় এলাকাবাসী সুমন লস্কর নামে একজনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার