Top

কোটালীপাড়ায় তৃতীয় দিনের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

১৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় তৃতীয় দিনের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে তৃতীয় দিনের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।

বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এ অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী পলাশ কুমার রায়, অফিস সহকারী কাম-কম্পিউটার আবুল কাশেম মিয়া, কার্য সহকারী মোঃ গোলাম মোস্তফা, সহায়ক মানিক হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাশেদুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ আমাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

শেয়ার