Top

মাগুরায় ডায়াবেটিক হাসপাতালে ল্যাব উদ্ভোধন

১৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
মাগুরায় ডায়াবেটিক হাসপাতালে ল্যাব উদ্ভোধন
মাগুরা প্রতানিধি :

মাগুরায় আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে অত্যাধুনিক ল্যাবরেটরি শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস) এর সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস) এর মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম এর ল্যাবরেটরি সায়েন্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ডা : এম শওকত হাসান, বারডেমের ইমিউনোলজি রিসার্চ অফিসার ড. মো. সোহরাব আলম, মাগুরা-ঝিনাইদহের সাবেক সংরক্ষিত মহিলা সংসদ কামরুল লায়লা জলি, মাগুরার সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা ডায়াবেটিক হাসপাতালের প্রকল্প পরিচালক ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি উপ পরিচালক জাহিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, মাগুরা ডায়াবেটিস হাসপাতালের সহ-সভাপতি আব্দুল রফ মাখন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, ডা: সুশান্ত কুমার বিশ্বাস, ডা. জয়ন্ত কুমার কুন্ডু, মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহেল কাফী, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ডা: মিঠুন সাহা, হাসপাতালের জমিদাতা ইঞ্জিনিয়ার সাঈদ রেজা তরুণ প্রমুখ।

ডায়াবেটিক হাসপাতালের ল্যাবরেটরি জন্য ৪ কোটি টাকার অত্যাধুনিক বিভিন্ন ইকুইমেন্ট কেনাসহ এর আগে ২০২২ সালের ২৬ মে সমাজসেবা মন্ত্রণালয়ের অর্থায়নে শহরের পারনান্দুয়ালি গ্রামে ৬০ শতক জমির উপর ১৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ৩ তলা ভবন বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালটির উদ্বোধন করা হয়।

শেয়ার