Top

তিস্তায় ধরা পরলো ৯১ কেজি ওজনের বাঘাইড় মাছ

১৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
তিস্তায় ধরা পরলো ৯১ কেজি ওজনের বাঘাইড় মাছ
লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের উজানে তিস্তা নদীতে ৯১ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ জেলের বড়শিতে আটক হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিস্তা ব্যারাজের উজানের সাতনাই কলোনি এলাকায় জেলে আমির হোসেনের বড়শিতে বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা মিলে মাছটিকে ধরে উপরে নিয়ে আসেন।

মাছটি স্থানীয় সীমান্তবাজারে নিয়ে আসলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়।

জানা গেছে,নীলফামারীর ডিমলা বাইশপুকুর এলাকার মাছ ব্যবসায়ী কইলাস ও লালচান মিয়া ৯১ কেজির ওজনের বাঘাইড় মাছ টি ৯১ হাজার টাকায় কিনেন জেলে আমির হোসেনের কাছ থেকে। পরে লালচান মিয়া নীলফামারী জেলা শহরে নিয়ে আসেন। সেখানে ১১শতটাকা কেজি দরে ১লাখ ১শত টাকায় বিক্রি করেন।

স্থানীয়রা জানান,এর আগে গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। আর আজ ৯১ কেজির ওজনে বিশাল মাছ ধরা পড়লো।

তিস্তাপারের মাছ ব্যবসায়ী সোলেমান হোসেন বলেন, মাছটি সীমান্তবাজার আনা মাত্র বাসপুকুরে এলাকার লালচানও কইলাস মাছটি ৯১ হাজার টাকা দরে কিনে নীলফামারী বাড়িতে নিয়ে গিয়ে ১লাক ১শত টাকায় বিক্রি করেন।

লাল চান মিয়া জানান, বিশাল আকৃতির বাঘা ইড় মাছটি কিনে নীলফামারী শহরে বিক্রি করেছি এতে প্রায় নয় হাজার টাকা লাভ হয়েছে।

তিস্তা ব্যারাজ এলাকার জেলে কদম আলী জানান, তিস্তায় বিশাল একটি বাঘাইড় ধরা পড়েছে বিষয়টি শুনেছি আমরা কেউ দেখিনি। শুনেছি বিশাল বড় বাঘাইড় মাছ।

শেয়ার