Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা

১৫ সেপ্টেম্বর, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে নকল কীটনাশক বিক্রি ও সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ছোনগাছা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, অবৈধভাবে মজুদ করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করায় ছোনগাছা বাজারের রায়হান ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও নকল কীটনাশক বিক্রির দায়ে সরকার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আমদানি নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রির দায়ে আলীম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন ওষুধ রাখার দায়ে রাশেদ মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার