Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

মাসুদ আজহার আফগানিস্তানে নেই, জানিয়েছে তালেবান

১৫ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
মাসুদ আজহার আফগানিস্তানে নেই, জানিয়েছে তালেবান
আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার আফগানিস্তানে নেই বলে জানিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের দেওয়া এক চিঠির জবাবে এ কথা জানিয়েছে আফগানিস্তান।

জিও নিউজের খবরে বলা হয়েছে, মাসুদ আজহারকে খুঁজে বের করে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে আফগানিস্তানের তালেবান সরকারকে চিঠি পাঠিয়েছিল পাকিস্তান।

আফগানিস্তানে কোনো এলাকায় মাসুদ লুকিয়ে থাকতে পারেন, আর থাকলে তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানে পাঠানোর জন্য তালেবান সরকারকে ওই চিঠি পাঠায় ইসলামাবাদ। চিঠিতে বলা হয়, আফগানিস্তানের নানগারহার বা কুনার প্রদেশের কোনো এলাকায় লুকিয়ে থাকতে পারেন মাসুদ আজহার।

পাকিস্তানের অভিযোগ তালেবান সরকার নাকচ করে দিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘মাসুদ আজহার যে আফগানিস্তানে নেই, সে কথা আমরা পাকিস্তানকে জানিয়েছি। তিনি পাকিস্তানেই আছেন।’

ইসলামাবাদ ২০০২ সালের ১৪ জানুয়ারি জয়শ-ই-মোহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করে। এর ১৭ বছর পর ২০১৯ সালের ১০ মে দেশটি বাহাওয়াল পুরের আল রহমত ট্রাস্ট এবং করাচির আল ফোরকাস ট্রাস্টকে নিষিদ্ধ করে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এ ঘটনায় হওয়া এক মামলার অভিযোগপত্রে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বলেছে, জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার ও তাঁর ভাই আবদুর রউফ আসগর ওই নাশকতা চালান।

শেয়ার