Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৫ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক :

পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন দল স্যোসাল ডেমোক্র্যাটের নেতা ম্যাগডালিনা অ্যান্ডারসন। স্থানীয় বুধবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

গত রোববার দেশটির সাধারণ নির্বাচনে স্যোসাল ডেমোক্র্যাটদের চেয়ে রক্ষণশীল জোট বেশি ভোট পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নির্বাচনে দলের পরাজয় মেনে নিয়ে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পদত্যাগের কথা নিশ্চিত করেছেন অ্যান্ডারসন।

অ্যান্ডারসন বলেন, সংসদে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও তারা সংখ্যাগরিষ্ঠ। তাই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে আমি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

বুধবার পর্যন্ত সুইডেনের ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হয়েছে। এতে ৩৮৯ আসনের মধ্যে রক্ষণশীল জোট জয় পেয়ছে ১৭৬ আসনে। অন্যদিকে অ্যান্ডারসনের দল পেয়েছে ১৭৩ আসন।

বিবিসি বলছে, মাত্র তিন আসনের ব্যবধানে হেরেছে স্যোসাল ডেমোক্রেটরা। দেশটিতে বামপন্থী সরকার পাল্টে ক্ষমতায় আসতে যাচ্ছে ডানপন্থীরা।

অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটরা ২০১৪ সাল থেকে সুইডেনের ক্ষমতায় রয়েছে।

শেয়ার