Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৫ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক :

পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন দল স্যোসাল ডেমোক্র্যাটের নেতা ম্যাগডালিনা অ্যান্ডারসন। স্থানীয় বুধবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

গত রোববার দেশটির সাধারণ নির্বাচনে স্যোসাল ডেমোক্র্যাটদের চেয়ে রক্ষণশীল জোট বেশি ভোট পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নির্বাচনে দলের পরাজয় মেনে নিয়ে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পদত্যাগের কথা নিশ্চিত করেছেন অ্যান্ডারসন।

অ্যান্ডারসন বলেন, সংসদে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও তারা সংখ্যাগরিষ্ঠ। তাই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে আমি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

বুধবার পর্যন্ত সুইডেনের ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হয়েছে। এতে ৩৮৯ আসনের মধ্যে রক্ষণশীল জোট জয় পেয়ছে ১৭৬ আসনে। অন্যদিকে অ্যান্ডারসনের দল পেয়েছে ১৭৩ আসন।

বিবিসি বলছে, মাত্র তিন আসনের ব্যবধানে হেরেছে স্যোসাল ডেমোক্রেটরা। দেশটিতে বামপন্থী সরকার পাল্টে ক্ষমতায় আসতে যাচ্ছে ডানপন্থীরা।

অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটরা ২০১৪ সাল থেকে সুইডেনের ক্ষমতায় রয়েছে।

শেয়ার