Top

লালমনিরহাটে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

১৫ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
লালমনিরহাটে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ
লালমনিরহাট প্রতিনিধি :

জাতীয় পার্টির সদ্য সাবেক বহিস্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গার বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে তার সমর্থকদের রংপুরে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছে রাঙ্গাপন্থী মোটর মালিক ও শ্রমিকরা। একই সঙ্গে মসিউর রহমান রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন রাঙ্গা সমর্থকরা। এরই প্রতিবাদ জানিয়ে লালমনিরহাট জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধার ৬ টার দিকে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশোন মোড়ে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করে জেলা জাপা লালমনিরহাট।

রংপুরে গতকাল (১৪ সেপ্টেম্বর) জি এম কাদেরের পুত্তলিকা দাহকে কেন্দ্র করে রাঙ্গাপন্থীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে ।এ নিয়ে লালমনিরহাটসহ জাপার বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পরে উত্তেজনা।দলের অন্ত কন্দল প্রকাশ্যে আসায় অনেক প্রবীন সমর্থক ক্ষিপ্ত হয়ে উঠছে বহিস্কৃত জাপা নেতা রাঙ্গার উপর।

লালমনিরহাট পৌর জাতীয় পার্টি সদস্য সচিব আলমগীর চৌধুরী সভাপতিত্বে কুশপুত্তলিকা দাহ শেষে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা সদস্য সচিব মো. এ্যাডঃ নজরুল ইসলাম,ও লালমনিরহাট জেলা শাখার ছাত্র সমাজ আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকির প্রমূখ।এসময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার