Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বিদ্যালয়ের মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

১৫ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিদ্যালয়ের মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ওই স্কুলের মাঠে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কখন কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার