Top

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন: দাউদকান্দিতে ৩ প্রার্থীর মনোনয়ন জমা

১৭ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন: দাউদকান্দিতে ৩ প্রার্থীর মনোনয়ন জমা
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দি ৩নং ওয়ার্ডের সদস্য পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নিকট এমনোনয়ন পত্র জমাদেন ৩ প্রার্থী। হেভিওয়েট এই তিন প্রার্থী হলেন।

নাসিম ইউসুফ রেইন, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মরহুম ইউসুফ জামিল বাবুর ছোট ছেলে ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইনের ছোট ভাই। সে বর্তামানে, কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছে, তিঁনি বলেন, আমার দাদা দানবীর ছিলো। বাবা দাউদকান্দিবাসীর জন্য কাজ করছে। বড় ভাই মেয়র। মানুষের সেবা করা আমার পারিবারিক শিক্ষা। সেজন্যেই নির্বাচনেঅংশগ্রহন করেছি। নির্বাচীত হলে, আমি ক্রীড়ার মাধ্যমে দাউদকান্দির তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য কাজ করবো। এবং জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন করবো।

মোহাম্মদ ওমর ফারুক, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য।তিনি বর্তমানে দাউদকান্দি উপজেলা ঠিকাদার সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ব্যবসা করছেন। তাঁর সাথে কথা হলে বলেন, আমি একজন ঠিকাদার, আমি জানি কীভাবে উন্নয়ন কর্মকান্ড করা যায়। আমি জেলা পরিষদ থেকে বরাদ্দ এনে দাউদকান্দির প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করবো। সেই সাথে আমি নির্বাচীত হলে, আমার যেই মাসিক সন্মানী পাবো। তা গরীব শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবো।

মো. মনির হোসেন হলেন, জেলা পরিষদের সাবেক সদস্য, দাউদকান্দি উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান। তিনিও জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মনোনয়ন জমাদানের পর থেকেই ৩জন প্রার্থী ভোট চেয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। সকল প্রার্থী নিজের ও পরিবারের সদস্যদের বিগত দিনের কর্মকাণ্ডের কথা তুলে ধরে নির্বাচিত হলে ভোটাদের সাথে নিয়ে কাজ করার কথা বলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।

শেয়ার