Top

মহানবী (সাঃ) সম্পর্কে ফেইসবুকে কটুক্তি যুবক গ্রেপ্তার

১৮ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
মহানবী (সাঃ) সম্পর্কে ফেইসবুকে কটুক্তি যুবক গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মহানবী (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তি করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর হরিণাকুন্ডু উপজেলার সাইদুর রহমান তার ফেসবুক আইডিতে চাচাতো ভাই-বোন বিয়ের বিষয়ে একটি পোষ্ট দেন। সেখানে হাসান মেহেদি নামের এক ব্যক্তি মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করে কমেন্ট করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওইদিনই হরিণাকুন্ডু উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯ ও ৩১ ধারায়ম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।

মেহেদি হাসান ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করে। স্বেচ্ছায় তিনি এ মন্তব্য করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

শেয়ার