Top

ব্লাড ক্যানসারে আক্রান্ত সাবিতের বাঁচার আকুতি

১৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
ব্লাড ক্যানসারে আক্রান্ত সাবিতের বাঁচার আকুতি
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাজারদী এলাকার মাত্র ২ বছরের শিশু সাবিত।তার শরীরে বাসা বেঁধেছে ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সার।সদাহাস্যজ্বল ছোট শিশুটি নিজেও জানেনা কতটা জটিল রোগে আক্রান্ত। আর ওই ব্যয়বহুল জটিল রোগের চিকিৎসা করাতে তার পরিবারের সদস্যরা ইতোমধ্যে খরচ করেছেন অন্তত ৩ থেকে ৪ লাখ টাকা। ঋণের পাশাপাশি বিভিন্ন মানুষের সাহায্য- সহযোগিতায় সাবিতের চিকিৎসা চালিয়ে নিয়েছন তারা।

জানা গেছে, সাবিতের চিকিৎসার জন্য আরও ৫ লাখ টাকার প্রয়োজন। ফলে বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা চোখে অন্ধকার দেখছে। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্য-সহযোগিতা চেয়ে স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তারা।

সাবিত বর্তমানে ঢাকায় মহাখালী ক্যান্সার হাসপাতালের চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ সাবিতের পা অবস হয়ে পড়লে প্রথমে শেরপুর তারপর ময়মনসিংহ চিকিৎসকের নিকট নেয়া হলে তারা সঠিক রোগ নির্ণয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে ঢাকাস্থ মহাখালী ক্যান্সার হাসপাতালে নেয়ার পর সকল পরীক্ষা নিরীক্ষা করে গত মার্চ মাসে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

সাবিতের বাবা দেলোয়ার হোসেন জানান, আমার একমাত্র ছেলে সন্তান সাবিতের শরীরে গত ৬ মাস আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সে সময় থেকেই আমরা সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা করানোর সাধ্য নেই আমাদের। এমতাবস্থায় সমাজের বিত্তবানরা যদি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিক জীবনে ফিরতে পারে আমার ছেলে।

সাবিতের কেমোথেরাপি, ব্লাড ও আনুষাঙ্গিক খরচসহ চিকিৎসায় ৫ লক্ষ টাকার বেশি প্রয়োজন।
চিকিৎসকরা জানিয়েছেন নিয়মিত সাবিতের চিকিৎসা চালিয়ে যেতে হবে।

এ অবস্থায় তার মা হাছনাত জাহান মিষ্টি জানান, মানবিক সহায়তা পেলে সুস্থ জীবন ফিরে পেতে পারে আমার ছেলে। তাকে যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য (০১৩১৫৪৮৮০২৮ পার্সোনাল বিকাশ সাবিতের মার নাম্বারে) যোগাযোগ বা সাহায্য করতে পারেন।

শেয়ার