Top

অনশনের ৭ম দিনে শিক্ষার্থীরা, শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন

২৬ জানুয়ারি, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ
অনশনের ৭ম দিনে শিক্ষার্থীরা, শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন
খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনরত দুই শিক্ষার্থীর মধ্যে ইমামুল ইসলাম সোহান গুরুতর অসুস্থ অবস্থায় দুইদিন হাসপাতালে কাটিয়ে আবারও অনশনে ফিরেছেন। তবে অপর শিক্ষার্থী মোবারক হোসেন নোমান এখনও হাসপাতালেই আছেন। তার পরিবর্তে অনশন চালিয়ে যাচ্ছেন তারই সহপাঠী মোজাহিদ। আজ তাদের অনশনের ৭ম দিন চলছে।

অনশনরত শিক্ষার্থীরা গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের মাধ্যমে উপাচার্য বরাবর আরেকটি চিঠি দিলেও তারা কোনোরুপ দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেননি। তারা বলেন, আমরা বহিষ্কৃত দুই শিক্ষার্থীসহ সেখানে উপস্থিত কেউই ঐ সম্মানিত শিক্ষকদ্বয়ের সাথে অসদাচরণ করিনি। সুতরাং আমাদের উপর সম্পূর্ণ অন্যায্য এ বহিষ্কারাদেশ আমরা মনে করছি গোটা ছাত্রসমাজের জন্য বিশেষভাবে আমরা ভুক্তভোগী দুইজনের জন্য মানহানিকর।

তারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনাপূর্বক এই বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারসহ চলমান সময়ে এবং ভবিষ্যতে এই আন্দোলনের সাথে জড়িত কোনো শিক্ষার্থীকে কোনো প্রকার হয়রানি ও বহিষ্কার করা হবে না এ মর্মে লিখিত দাপ্তরিক পত্র প্রেরণের আহবান জানান।

অন্যদিকে, তাদের এ আচরণে হতাশা ব্যক্ত করে বিবৃতি দিয়েছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পাশাপাশি তিনি বলেন, শিক্ষার্থীদ্বয়ের আবেদনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার সামিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এর বিধি-বিধান সমুন্নত রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে তিনি উল্লেখ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিহিংসামূলকভাবে অপসারণ ও বহিষ্কারের প্রতিবাদে সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। জানানো হয়, ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত স্থানে একযোগে দুপুর ১২টা থেকে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ৪ দফা দাবিও তুলে ধরেন। প্রসঙ্গত, শিক্ষার্থীদের পাঁচ দফা আন্দোলনের সময় ২ জন শিক্ষকের সাথে গুরুতর অসদাচরণ, একাডেমিক কার্যক্রমে বাঁধা প্রদানের অভিযোগ এ দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড।

শেয়ার