Top

সাপাহারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
সাপাহারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা ও মতবিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় মন্ত্রী মন্দির কমিটির সভাপতিদের উদ্দেশ্যে বলেন, যদি সম্ভব হয় তাহলে প্রতিটি পূজামন্ডব সিসি ক্যামেরার আওতায় আনার এবং মাদক সেবন না করার পরামর্শ প্রদান করেন এর পরেও যদি কেউ মাদক সেবন করে পূজামন্ডপে বিশৃঙ্খা সৃষ্টি করে এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীদের নির্দেশ দিয়েছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে।

মন্ত্রী আরো বলেন, উপজেলা প্রশাসন, দুর্গাপূজার প্রতিটি মন্দির কমিটি, ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতা কর্মীদের বিভিন্ন মন্দির মনিটরিং করার পরামর্শ প্রদান করেন। এবারে এই উপজেলা ১৭টি পূজামন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সমাজসেবক নুরল হক মাষ্টার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব,সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইসফাত জেরিন মিনা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ উপজেলার ১৭টি পূজামন্ডবের সভাপাতি সম্পাদক উপস্থিত ছিলেন।

এর পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

শেয়ার