Top

জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন

২০ সেপ্টেম্বর, ২০২২ ২:২০ অপরাহ্ণ
জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন
জীবননগর(চুয়াডাঙ্গা) :

চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার সকালে।

মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় সময় জীবননগর শহরের প্রাণকেন্দ্র হাজী হেসামুদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় জীবননগর সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে শপথবাক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে, জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা ও জীবননগর বার্তার সম্পাদক মো.শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ১৫জন সদস্যকে এ শপথ বাক্য পাঠ করান।

জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটির সদস্যরা হলেন,মো. জাহিদুল ইসলাম (সভাপতি), চাষী রমজান (সহ-সভাপতি), জামাল হোসেন খোকন (সাধারণ সম্পাদক), মুতাছিন বিল্লাহ (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো.বশির উদ্দিন বিশ্বাস( অর্থ বিষায়ক সম্পাদক), রাসেল হোসেন মুন্না (দপ্তর সম্পাদক), অর্পণ রকি( প্রচার সম্পাদক), মনিরুল জামান রিপন(ক্রীড়া সম্পাদক)।

এছাড়াও নির্বাহী সদস্য পদে রয়েছেন,নুর আলম, ফয়সাল মাহাতাব মানিক, শেখ শহিদুল ইসলাম, মো.আনারুল ইসলাম,এইচএম হাকিম,আহম্মেদ সগির।

এর আগে গত ১৫ই জুলাই জীবননগর সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়

শেয়ার