কেশবপুরে প্রতিবেশীদের বিরুদ্ধে বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ নিতে বাধা দেওয়াসহ টাকা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার সকালে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগদহা গ্রামের রবিউল ইসলাম ওই গ্রামের ঈদগাহ ময়দানের পাশে একটি বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। বাড়িতে বিদ্যুৎ না থাকায় সন্তানদের লেখাপড়া করাসহ বিভিন্ন সমস্যা হচ্ছে। পল্লী বিদ্যুতের সংযোগ নিতে কেশবপুর জোনাল অফিসে আবেদন করায় বিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ দিতে গেলে প্রতিবেশিরা বাধা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ফিরিয়ে দেয় এবং রবিউলের কাছে ১০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় তিনি বাগদহা গ্রামের আলমগীর হোসেন, ইকবাল হোসেন, আছির উদ্দীন ও উজ্জলের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে আলমগীর হোসেন বলেন, বিদ্যুতের তারটি মেইন রোড থেকে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি সঠিক নয়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক জয় ব্যানার্জী বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।