২শ বছরের প্রাচীন খেলার মাঠ দখল মুক্ত করে সংস্কারের দাবীতে মাগুরায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে সদর উপজেলার মঘি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আড়ুয়াকান্দি গ্রামের কিশোর ও যুবকেরা।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহরে চৌরঙ্গীর মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে ওই এলাকার ছাত্র, যুবক ও প্রাক্তন খেলোয়াড়বৃন্দ অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই এলাকার কৃতি খেলোয়াড় আরব আলী, আশিকুল ইসলাম, মহসিন হোসেনসহ অন্যরা। বক্তারা জানান, সরকারি খাস জমির উপর ঐতিহ্যবাহি এ মাঠটিতে বংশ পরম্পায় খেলাধুলা করে আসছেন তারা। এ মাঠ থেকে প্রাকটিস করে বহু খেলোয়াড় জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে। সম্প্রতি মাঠের আশপাশের বেশ কিছু প্রভাবশালী পরিবার মাঠের পাশে দোকান বসিয়ে ও পুকুর কেটে এখানকার খেলাধুলার পরিবেশ নষ্ট করছেন। এতে দিনে দিনে মাঠটি সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে দীর্ঘদিন মাঠটি সংরক্ষণ না করায় এটি এখন খেলাধুলারও অনুপযোগী হয়ে পড়েছে। তারা দ্রুত মাঠটি দখলমুক্ত ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করে দেয়ার দাবী জানান।
মানববন্ধন শেষে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় রাজনৈতি সামাজিক নেতৃবৃন্দসহ অন্তত ২শ ব্যক্তির স্বাক্ষরিত একটি স্মারকলিপিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহাদত হোসেন মাসুদ এর কাছে দেয়া হয়।