Top

ঝিনাইদহে দুই -গ্রুপের সংঘর্ষে আহত ৬

২২ সেপ্টেম্বর, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
ঝিনাইদহে দুই -গ্রুপের সংঘর্ষে আহত ৬
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় দু- গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত। এছাড়াও এই ঘটনায় পুলিশ ২৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের যুগীপাড়া গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঘটে।

এই বিষয়ে রামচন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ এস আই এস এম শামিম আকতার জানান, দীর্ঘদিন ধরে যুগীপাড়া গ্রামে আফজাল মাতব্বর ও মুক্তিযোদ্ধা রইচ কমান্ডারের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে বাগবিতণ্ডা চলে আসছিল। তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের প্রায় ৪ শতাধিক মানুষ দেশীয় ঢাল -সড়কি নিয়ে স্থানীয় জয় বাংলা বাজারে মুখোমুখি অবস্থান করে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার যুগীপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে। উক্ত ঘটনায় জড়িত থাকায় পুলিশ ২৬ জনকে আটক করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

শেয়ার