Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

২৬ জানুয়ারি, ২০২১ ৩:০১ অপরাহ্ণ
ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
চাঁদপুর সংবাদদাতা :

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ২৫ জানুয়ারি সোমবার বিকালে ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও মেয়র মাহফুজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেমম কন্টাক্টর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জসিম পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, উপজেলা আওয়ামীগের সদস্য হাসান রাজা পাটওয়ারী, কামাল মিয়াজী, ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাছেল।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সম্পাদক কামরুল হাসান সউদ, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুব মোর্শেদ এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকগণ।

এসময় বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারির পৌরসভা নির্বাচনে আবুল খায়ের পাটওয়ারী শুধু একা নৌকার কান্ডারী নন। আমরা যারা পৌরসভা বিভিন্ন ভাবে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃত্ব দেই, প্রত্যেকেই এই নৌকার কান্ডারী। কারণ আমাদের দলের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে দলীয় মনোনয়ন দেয়ার মাধ্যমে আমাদের সকলকে সম্মান্বিত করেছেন। তাই আমাদের সকলের গুরুদায়িত্ব হবে তার বিজয় নিশ্চিত করা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। মেয়র পদে তাই সর্বোচ্চ লোকজন দলীয় মনোনয়ন চেয়েছেন। আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য লোককে মনোনয়ন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। ইতিমধ্যেই প্রায় মনোনয়ন প্রত্যাশী দল মনোনীত প্রার্থীর সমর্থনে মাঠে নেমেছেন। অনেকেই দলের সভাগুলোতে আসছেন। বাকীরা দ্রুতই যোগ দিবেন, কোন দ্বিধাদ্বন্ধ নয়। বর্ধিত সভায় ওয়ার্ড, পৌর আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার