Top

জাতির পিতার সমাধিতে ঢাকা জেলা শ্রমিক লীগের শ্রদ্ধা নিবেদন

২৪ সেপ্টেম্বর, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
জাতির পিতার সমাধিতে ঢাকা জেলা শ্রমিক লীগের শ্রদ্ধা নিবেদন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ মুন্নার নেতৃত্বে এ শ্রদ্বা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ জামাল শেখ, শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন ফকির, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য আব্দুল আল মামুন, লাইলী বেগম, আমজাদ হোসেন, মোঃ জহিরুল ইসলাম, শেখ সজিব, সাভার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এমারাত হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ জসিম কারী উপস্থিত ছিলেন।

এর আগে কোটালীপাড়ার হিরণ গ্রামে ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ জামাল শেখ বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম এম হামিদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার