Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যায় ২ জনের যাবজ্জীবন

২৬ জানুয়ারি, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যায় ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলের ভূঞাপুরে শিশু অপহরণ ও হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

একই মামলায় আরও দুই অপ্রাপ্তবয়স্ক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ঘাটাইল উপজেলার রামপুর এলাকার জাহাঙ্গীর হোসেন ও গোপালপুর উপজেলার কামাক্ষাবাড়ি এলাকার গৌতম চন্দ্র আর্য্য।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শাহানশাহ মিন্টু গণমাধ্যমকে জানান, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ রানা সয়ন মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামে নানি বাড়ি থেকে বের হয়। তার বাড়িও এই গ্রামে।

বাড়ি থেকে বের হওয়ার পর সয়ন আর বাড়ি ফেরে না। পরে দণ্ডিত আসামিরা শিশুটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে তারা শিশুটিকে হত্যা করে।

২০১৩ সালের ৩ অক্টোবর শিশুটির নানি মাজেদা বেগম অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। দণ্ডপ্রাপ্তরা সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা এখন কারাগারে আছে।

আসামিপক্ষে ছিলেন শামীম চৌধুরী দয়াল ও খুকু রানী দাস। তারা বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

শেয়ার