Top

অবরুদ্ধ রাস্তা উন্মুক্ত করলেন মেয়র মাসুম

২৫ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
অবরুদ্ধ রাস্তা উন্মুক্ত করলেন মেয়র মাসুম
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বাড়ির রাস্তা থেকে টিনের বেড়া সরিয়ে দিয়ে তিন পরিবারের চলাচল স্বাভাবিক করা হয়েছে।

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ঘটনাস্থল গিয়ে বেড়াটি খুলে দেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ওই চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় প্রতিবেশী রেদোয়ান ভূঁইয়া রানা।

এনিয়ে রবিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগে নিন্ধার ঝড় বইলে এমকি পৌর মেয়র মাসুমের নজরে পড়লে তিনি ঘটনাস্থল গিয়ে টিনের বেড়া খুলে দেন।

স্থানীয়রা জানান,৩৫ বছর ধরে পরিবারগুলো রাস্তাটি ব্যবহার করে আসছেন। হঠাৎ করে রানা নিজেদের জমি দাবি করে টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। এতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবহিত করেও রাস্তা থেকে বেড়া সরাতে পারেনি ভুক্তভোগী পরিবারের সদস্য আজিজুর রহমান আজিজ। পরে বৃহস্পতিবার রাতে রাস্তাটি উম্মুক্তের দাবিতে ভুক্তভোগী পরিবারগুলো সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, রানা তাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছিলো। পুলিশ এসে চেষ্টা চালিয়েও রাস্তা থেকে বেড়া সরাতে পারেনি। তবে বার বার বেড়াটি সরাতে রানাকে বলেছে পুলিশ। পরে সামাজি যোগাযোগ ও ফেসবুক এবং পত্রিকায় সংবাদ প্রকাশের পর মেয়র মাসুম ভূঁইয়া এসে রাস্তা থেকে বেড়াটি সরিয়ে দিয়েছেন। এ ঘটনায় গণমাধ্যমকর্মীসহ লক্ষ্মীপুর পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, বাড়ির রাস্তা বন্ধ করে প্রতিবন্ধীসহ তিন পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল রানা নামে এক লোক। বেড়াটি খুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন ওই রাস্তায় ফের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয় সেজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

শেয়ার