ইতালিতে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার সেখানের জনগণ ডানপন্থিদের দিকে ঝুঁকেছেন বলে মনে করা হচ্ছে। ইউরোপজুড়ে নির্বাচনের দিকে তাকিয়ে অনেকে। খবর বিবিসির।
দেশটিতে রোববার (২৫ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় ভোর পাঁচটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। গ্রিনিচ মান সময় রাত ১১টা পর্যন্ত চলবে এই ভোট। এতে ৫১ মিলিয়ন ইতালিয়ান ভোটাধিকার প্রয়োগ করবেন বলে মনে করা হচ্ছে।
জর্জিয়া মেলোনি ইতালির ডানপন্থী ব্রাদার্স পার্টির নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে ডানপন্থি অন্য দুটি দলের সঙ্গে জোট বেঁধেছেন। তিনি নমনীয় ভাবমূর্তিতে ফিরেছেন এবং ইতালির ফ্যাসিবাদী অতীতের কথা স্মরণ করে বিরক্তি প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট সারজিও মাট্টারেলা ভোরে সিসিলিয়ান রাজধানী পালেরমোতে ভোট দিয়েছেন। এদিকে, বামনেতা এনরিকো লেটা রোমে ভোট দিয়েছেন এবং তার অতি-ডান মিত্র মাত্তেও সালভিনি মিলানে ভোট দিয়েছেন।