Top
সর্বশেষ

মিডল্যান্ড ব্যাংক ও এক্সট্রা’র মধ্যে চুক্তি স্বাক্ষর

২৬ জানুয়ারি, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ
মিডল্যান্ড ব্যাংক ও এক্সট্রা’র মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের প্রথম পারসোনালাইজড ডিজিটাল গিফটিং ইকোসিস্টেম ও রিওয়ার্ড প্ল্যাটফর্ম ‘এক্সট্রা’ এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং এক্সট্রা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আলম মামুনের উপস্থিতিতে নিজ নজি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক এবং এক্সট্রা’র সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার এসএম রিফাত শাহরিয়ার।

চুক্তি স্বাক্ষরের ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা এক্সট্রা ডিজিটাল গিফটিং ইকোসিস্টেম থেকে এমডিবি মোবাইল অ্যাপ ‘মিডল্যান্ড অনলাইন’র মাধ্যমে তাদের প্রিয়জনদের সহজেই গিফট ভাইচার কোড প্রদান করতে পারবেন, যার মাধ্যমে গ্রাহকরা দেশের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টস থেকে সমমূল্যে পছন্দ মতো পণ্য বেছে নিতে পারবেন।

এছাড়া ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা মিডল্যান্ড অনলাইনের মাধ্যমে তাদের কার্ডে জমা থাকা রিওয়ার্ড পয়েন্ট ৫০+ এক্সট্রা মার্চেন্টস পয়েন্টস থেকে গিফট ভাইচার কোডের মাধ্যমে অবমুক্ত করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব আটি অ্যান্ড সিটিও নাজমুল হুদা সরকার ও হেড অব কার্ডস আবেদ-উর-রাহমান।

শেয়ার