Top

মধুমতি নদী ভাঙ্গনে দিশেহারা এলাকাবাসী

০৩ অক্টোবর, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
মধুমতি নদী ভাঙ্গনে দিশেহারা এলাকাবাসী
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মধুমতি নদীর অব্যাহত ভাঙনে মহম্মদপুর উপজেলার ঝামা বাজার হুমকির মুখে পড়েছে। চলতি বছরের ভাদ্র-আশ্বিন মাসে বেড়েছে মধুমতি নদীর পানি। এ নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে মহম্মদপুরের ঝামা বাজার সংলগ্ন বাড়িঘর, দোকান, গোরস্থান, ছোট ছোট মাটির বসতবাড়ি বিলীন হয়ে গেছ।

মহম্মদপুর উপজেলার ঝামা বাজারের বাসিন্দা ইসমাইল মোল্যা জানান, বর্তমানে মধুমতি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের নদী তীরবর্তী অঞ্চলের বসতবাড়ি, দোকান, গোরস্থান নদীগর্ভে বিলীন হয়েছে। এখনি যদি কোনো ব্যবস্থা নেয়ায় বাজার হুমকির সম্মুখীন রয়েছে।

বাজারের ব্যবসায়ী লাবলু, শাহীন, মতিয়ারসহ আরও অনেকে জানান, এবার মধুমতি নদীর পানির তীব্রতা বেড়েছে। ইতিমধ্যে এ এলাকার স্থানীয় অনেক বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। ২ বছরে আগে নদী সংলগ্ন বাজার এলাকায় ভাঙন রোধে পদক্ষেপ নেয়া হলেও বর্তমানে যথাযথ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করাতে আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি। এখনি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া প্রয়োজন। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান মধুমতি নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।অবিলম্বে কাজ শুরু করা হবে।

শেয়ার