Top

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

০৩ অক্টোবর, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

আওয়াল সরদার (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে গোকুলখালি নামকস্থানে এদূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক আওয়াল সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিন সরদারের ছেলে।

পুলিশ জানায়, ভোরের দিকে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি খালি ট্রাক নিয়ে যাচ্ছিল চালক আওয়াল সরদার। গোকুলখালি বাজারে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাট বোঝায় একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক আওয়াল সরদারের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের টিম ট্রাকের মধ্যে আটকা থাকা চালকের মরদেহ উদ্ধার করে। মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলম জানান, ধারণা করা হচ্ছে ট্রাক চালক ঘুমিয়ে যাওয়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে এদূর্ঘটনাটি ঘটেছে। মরদেহ এবং ট্রাক আমাদের হেফাজতে আছে। নিহতের স্বজন এবং উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার