মাগুরা জেলার চার উপজেলায় এবার ৬৯৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্টিত হয়েছে। আজ অনুষ্টিত হচ্ছে বিজয়া দশমী।
মাগুরা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাশুদেব কুমার কুন্ডু জানান, এ বছর মাগুরা জেলায় ৬৯৬টি পূজা মন্ডপের মধ্যে সদর উপজেলায় ২৩৪টি শ্রীপুর উপজেলায় ১৫২টি, মহম্মদপুর উপজেলায় ১২৬টি শালিখা উপজেলায় ১৬১টি এবং পৌরসভা এলাকায় ২৩টি মন্ডপে পূজা অনুষ্টিত হয়েছে একযোগে। এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমু্ল্লাহ বলেন, পূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি ছিলো আনসার ছাড়া ও পুলিশের মোবাইল টিমসহ সাদা পোশাকে পুলিশ মোতায়েন। প্রতিটি পূজা মন্দির সিসি ক্যামেরার আওতায় রাখা হয় এবং প্রতিটি মন্দিরের স্বেচ্ছাসেবকেরা কাজ করেছে । তারা মন্দিরের শৃঙ্খলা রক্ষায় সাহায্য করেন।
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত জানান, দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল,যে কারনে কোথাও কোন দূর্ঘটনার খবর হয়নি। মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ভাবে আজ বিজয়া দশমি সম্পন্ন হয়েছে।