Top

জামালপুর জেলা যুবলীগের সভাপতি, সম্পাদকের সাময়িক অব্যাহতি প্রত্যাহার

০৬ অক্টোবর, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ
জামালপুর জেলা যুবলীগের সভাপতি, সম্পাদকের সাময়িক অব্যাহতি প্রত্যাহার
জামালপুর প্রতিনিধি :

জামালপুরে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সাময়িক অব্যাহতি শর্ত সাপেক্ষে প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরযুক্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করায় গত ৪ অক্টোবর ২০২১ ইং তারিখে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। সেই সাথে রাজন সাহা রাজু ও ফারহান আহমেদ দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র পরিপন্থি কোন অনিয়মের সাথে জড়িত কি না,অধিকতর তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

শেয়ার