গাজীপুরের শ্রীপুরে ইউটিউব দেখে চাষ পদ্ধতি শিখে ড্রাগন ফল চাষ করে সফল বায়েজিদ আলম বাপ্পি। তিনি ড্রাগন ফল বিক্রি করে প্রতি চালানে ৯ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার এই সফলতা দেখে অনেকে আগ্রহী হয়েছেন ড্রাগন চাষে।
উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা দক্ষিণপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে বায়েজিদ আলম বাপ্পি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন শেষ করে চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৬ সাল থেকে কৃষিকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তার বাড়ির ৪ হাজার ৫০০ স্কয়ার ফিট ছাদ ও ৪ বিঘা জমিতে প্রায় ১১ হাজারের মতো ড্রাগন ফলের গাছ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজের সমারোহ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ড্রাগন গাছ। গাছে শোভা পাচ্ছে নানা রঙের ফল। তার জমিতে প্রায় ৭ ফুট উচ্চতার পিলারের পাশে তিনি এই ড্রাগন গাছ রোপণ করেছেন। আর এই পিলারের উপর লোহার রডের সঙ্গে সাইকেলের পুরাতন টায়ার দেওয়া হয়েছে।
ড্রাগন ফল চাষে সফল বায়েজিদ আলম বাপ্পি বলেন, চাকরির পেছনে না ছুটে আমি অনলাইন মিডিয়ায় এবং ইউটিউবে কৃষি ভিত্তিক চ্যানেল দেখে বাবার-মা ও স্ত্রীর সহযোগিতায় বছরব্যাপী ফল উৎপাদনের জন্য ২০১৬ সালে ছাদ বাগানে ১০টি ড্রাগন ফলের চারা রোপণ করি। সঠিকভাবে পরিচর্যা করার কারণে খুব কম সময়ের মধ্যেই ফল আসতে শুরু করে। এরপর থেকেই প্রতি বছর ড্রাগন চাষ করে আসছি। বর্তমানে আমার ছাদ বাগন বাদেও ৪বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ রয়েছে। তারমধ্যে থায় রেড, ভিয়েতনাম রেড, হোয়াইট, হলুদ জাতের ড্রাগন গাছ রয়েছে।
তিনি আরও জানান, এলাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার মানুষকে এই ফল চাষে আগ্রহী করার জন্য চারা বিতরণ ও বিক্রিও করেন এবং অনেকেই এ ফলের চারা লাগিয়ে লাভবান হচ্ছেন। একটি ড্রাগন ফলের ওজন ৫০০ গ্রাম থেকে ৬০০গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রতি কেজি ফল বিক্রি হয় ৩৫০-৪০০ টাকা পর্যন্ত। অন্যদিকে অল্প পরিচর্যাই অধিক ফলন পাওয়া যায়। সার ওষুধ খুব বেশি লাগে না আর পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। ড্রাগন গাছের গায়ে কাটা যুক্ত থাকায় পশু-পাখি ক্ষতি করতে পারে না।
উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান জানান, অন্য ফসলের তুলনায় ড্রাগন চাষ লাভজনক। চারা লাগানোর এক বছরের মধ্যে ফল আসতে শুরু করে। পুষ্টিগুণ, আকার-আকৃতি ও দামের কারণে বাজারে রয়েছে এ ফলের ব্যাপক চাহিদা। শিক্ষিত যুবকরাও এই চাষে এগিয়ে আসছে। এছাড়াও শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাটি পর্যাপ্ত ড্রাগন চাষের উপযোগী হওয়ায় দিনদিন ড্রাগন চাষে আগ্রহ বাড়ছে।