ফরিদপুরের চরভদ্রাসনে ‘মা’ ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট।শুক্রবার(১৪অক্টোবর)সন্ধা ৭টা হতে রাত ১০টা পর্যন্ত নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) এস এম মাহমুদুল হাসান,থানা উপ পরিদর্শক আহসান,পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়ান উপস্থিত ছিলেন।অভিযানে দুই জেলেকে আটক করার পাশাপাশি ৪ লক্ষ টাকা মূল্যমানের ইলিশ ধারার জাল ও আট হাজার টাকা মূল্যের দুটি কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় ও আটক হওয়া দুই জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০এর ৫এর ১ধারায় গোপাল বিশ্বাসকে ৫হাজার টাকা ও রানা শেখের নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।